ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ চায় জর্জিয়া

প্রকাশিত: ০৪:৪৮, ১৩ সেপ্টেম্বর ২০১৭

‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ চায় জর্জিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বাংলাদেশে জর্জিয়ার ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার জর্জিয়ার এক বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের আলোচনা সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দ এ অনুরোধ জানান। সভায় জর্জিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ডেভিড জালাগানিয়া জর্জিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশে জর্জিয়ার রাষ্ট্রদূত মি. আর্চিল জুলিয়াসভিলি, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় দেশগুলোর বিভাগীয় প্রধান মিস নানা গ্যাপরিনডাসভিলি।
×