ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন-ভারত পাশে থাকবে, আশায় বাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৭

চীন-ভারত পাশে থাকবে, আশায় বাংলাদেশ

বিডিনিউজ ॥ রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় চীন ও ভারতকে পাশে পাওয়ার আশা করছে বাংলাদেশ। পরিস্থিতি শান্ত করে লাখ লাখ শরণার্থীকে ফেরত নিতে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দেয়ার কথা সরকারের বলার চীন-ভারতকে নিয়ে আশার কথা শুনিয়েছেন পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক। চলমান রোহিঙ্গা সঙ্কট এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে বিদেশী কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় দফায় সোমবার এশিয়ার কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন তিনি। আগের দিনের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের বলেছিলেন, সঙ্কট নিরসনে বাংলাদেশের কোন প্রস্তাবেই সাড়া দিচ্ছে না মিয়ানমার। উপরন্তু নানা অপপ্রচার চালাচ্ছে।
×