ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেরানিগঞ্জে সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৫:৩৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

কেরানিগঞ্জে সাংস্কৃতিক আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি কেরানিগঞ্জের কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো লেখক-গবেষক-নাট্যকার ও সঙ্গীত রচয়িতা শাকির দেওয়ান রচিত গান নিয়ে ‘জীবন ছবি প্রাণের টানে, শাকির দেওয়ান আঁকে গানে’ শীর্ষক অনুষ্ঠান। ধ্রুপদী, মরমি ও কাওয়ালী নিয়ে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানে শাকির দেওয়ান রচিত গান পরিবেশন করেন সঙ্গীতকার আতিকুর রহমান, আরিফ দেওয়ান, অণিমা মুক্তি গমেজ, পূর্ণচন্দ্র রায়, আজাদ দেওয়ান মু্িক্ত, সাগর দেওয়ান, ফারহানা নীপা, আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান চ্যাম্পিয়ন শারমিন, মোকালেস দেওয়ান, কাওয়ালী পরিবেশন করেন দেওয়ান ব্রাদার্স। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, অনুষ্ঠান সমন্বয়ক শামীম রানা, সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, গীতিকার-সুরকার মিল্টন খান, গবেষক-গীতিকার ড. তপন বাগচী, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
×