ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌমিত্রের কণ্ঠে মাসুদ করিমের কবিতা

প্রকাশিত: ০৫:৩১, ১২ সেপ্টেম্বর ২০১৭

সৌমিত্রের কণ্ঠে মাসুদ করিমের কবিতা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সংস্কৃতি কর্মী ও তথ্যচিত্র নির্মাতা কবি মাসুদ করিমের ‘প্রতীক্ষা ও ভালবাসার কবিতা’ কাব্যগ্রন্থের এক ডজন কবিতা নিয়ে বাজারে আসছে অডিও এ্যালবাম ‘মা’। কবিতা আবৃত্তি করেছেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কবি মাসুদ করিম জনকণ্ঠকে বলেন, সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে কবিতার রেকর্ড সম্পন্ন হয়েছে। এ্যালবামের শুরুতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিছু বক্তব্য রয়েছে। কবিতাগুলোর মধ্যে রয়েছে- মা, একটিই নাম, একুশে ফেব্রুয়ারি, সমাধির কান্না, দেখা হলো না রাজপথে, একাত্তর, ভালবাসার কান্না, বাংলা ভাষা, অপেক্ষা, সুপ্রভাত বাংলাদেশ, ঢাকা ও তিতাস কন্যা। বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্ম মেকারস এ্যাসোসিয়েশন ব্যানার থেকে বের হবে এ্যালবামটি। আগামী বছরের জানুয়ারিতে ঢাকা এবং কলকাতায় প্রকাশ হবে বলে জানা গেছে।
×