ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৮৩ বছরে প্রথম ঝগড়া

প্রকাশিত: ০৫:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৭

৮৩ বছরে প্রথম ঝগড়া

দাম্পত্য জীবনে তাদের ৮৩ বছর চলে গেছে। তারাই ব্রিটেনের দীর্ঘমেয়াদী দম্পতি। কিন্তু এতগুলো বছরে দাম্পত্য জীবনে তাদের মধ্যে কোন ঝগড়া হয়নি। বাঁকা কথার বিনিময়ও ঘটেনি। মৌরিস কেই (১০৫) ও হেলেন (১০৪) দম্পতি এই প্রথমবারের মতো ঝগড়ায় জড়িয়ে পড়েন। তাদের কথা-কাটাকাটির মূল বিষয় ছিল ব্রেক্সিট। গত মাসে তারা বিবাহবার্ষিকী পালন করেন। এ সময়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে তারা যুক্তি প্রদর্শন করেন। তবে তাদের সে যুক্তি ছিল পরস্পরবিরোধী। হেলেন ব্রেক্সিট নিয়ে গভীর উদ্বেগের কথা জানান। তবে তার স্বামী মৌরিস কেই ভিন্ন মতামত ব্যক্ত করেন। এই মতভেদ থেকে তারা দীর্ঘ বিবাহিত জীবনের বন্ধনমুক্ত হতে যাচ্ছেন। তাদের মেয়ে টিনা বলেন, তার বাবা-মা কখনই আলাদা হতে চাননি। কিন্তু ব্রেক্সিট নিয়ে তাদের মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। তিনি বলেন, এটা সত্যিই গুরুত্বপূর্ণ যে, বেক্সিট নিয়ে মা পরিবারের সবার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। ব্রেক্সিট ভাল কিছু বয়ে আনতে পারেÑএমন সিদ্ধান্ত নিয়ে মায়ের সন্দেহ রয়েছে। কিন্তু বাবা পুরোপুরি ইউরোপ থেকে বিচ্ছিন্নতার পক্ষে। এই শতায়ু দম্পতি দেখেন, ইউরোপীয় ইউনিয়ন পঞ্চাশের দশকের রূপে ফিরে যাচ্ছে। তারা স্বীকার করেন যে, এর মধ্যে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। -মিরর অনলাইন
×