ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ

প্রকাশিত: ০৫:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন আজ

চট্টগ্রাম অফিস/কক্সবাজার প্রতিনিধি ॥ রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজার আসছেন। কক্সবাজার থেকে তিনি সরাসরি যাবেন উখিয়া শরণার্থী ক্যাম্পে। তিনি এ সময় কিছু রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করবেন। কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় বিমানযোগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর হেলিকপ্টারযোগে যাবেন উখিয়ায়। পরিদর্শন করবেন আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্প। তিনি দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। এ উপলক্ষে কক্সবাজার ও কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দু’পাশে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলবত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া সেনা ও বিজিবি সদস্যদের টহলও থাকবে। বুধবার আসছেন এরশাদ ॥ সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে কক্সবাজার আসছেন। তিনিও বিমানযোগে কক্সবাজার আসবেন। সেখান থেকে সড়কপথে যাবেন উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে। এ সময় তার সঙ্গে পার্টির নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সাল চিশতি এবং সোলায়মান আলম শেঠ প্রমুখ থাকবেন বলে পার্টি সূত্রে জানানো হয়েছে। পরদিন এরশাদ ঢাকায় ফিরে যাবেন।
×