ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খোলা স্থানে মলত্যাগ ॥ পরিবেশ দূষণ

প্রকাশিত: ০৫:১৪, ১২ সেপ্টেম্বর ২০১৭

খোলা স্থানে মলত্যাগ ॥ পরিবেশ দূষণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নগরীতে প্রায় শতভাগ পাকা পায়খানা ব্যবহারের পরও মল ব্যবস্থাপনায় পিছিয়ে থাকার কারণে খোলা স্থানে মলত্যাগ করার মতোই পরিবেশ দূষণ হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে খুলনাবাসী। সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। খুলনা সিটি কর্পোরেশনের মানববর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় নিয়মিত নিরাপদ সেপটিক ট্যাংক বা পিট পরিষ্কার প্রচারাভিযান সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ মঙ্গলবার থেকে নগরীতে জনসচেতনতা সৃষ্টিতে ২ মাসব্যাপী প্রচারাভিযান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
×