ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে জোড়া খুনের আসামি তিন ভাই গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে জোড়া খুনের আসামি তিন ভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ির কান্দিপাড়ায় জোড়া খুনের ঘটনায় মূল আসামি তিন ভাইকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তিন সহোদর সোহেল মোল্লা, নাসিম মোল্লা ও রাসেল মোল্লাকে খুলনার সোনাডাঙ্গার রোজ ভেলি হোটেল থেকে পাকড়াও করা হয়। হোটেলটির ১২৩ নম্বর কক্ষে তারা অবস্থান করছিল। প্রাথমিকভাবে তিন ভাই হত্যাকা-ের কথা স্বাকীর করেছে। তাদের ব্যবহৃত ধারালো অস্ত্রগুলো এখন পুলিশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল তাদের। এর হত্যাকা-ের পরপরই প্রথমে তারা ঢাকায় আসে। পরে বাগেরহাটের রামপাল ও খুলনার পাইকগাছা গমন করে। সবশেষে তারা রাতে অবস্থান নেয় হোটেলটিতে। মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (টঙ্গীবাড়ি-সিরাজদিখান সার্কেল) কাজী মাকসুদা লিমার নেতৃত্বে পুলিশ সেখানে হানা দেয় রাত ৩টায়। লিমা জানান, তাদের গ্রেফতার করতে মাইলের পর মাইল হাঁটতে হয়েছে। গভীর রাতে একর পর এক চেষ্টায় তাদের অবস্থানটি নিশ্চিত করা হয়। রবিবার গভীর রাতে এলাকাটি নিশ্চিত করা গেলে কোন বাড়ি বা হোটেলে কোথায় আছে তা চিহ্নিত করা যাচ্ছিল না। পাহারাদারদের নিয়ে বিভিন্ন কৌশলে তথ্য সংগ্রহ ও খোঁজাখুঁজি হয়। গ্রেফতারকৃত তিন ভাই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কান্দিপাড়া গ্রামের মানিক মোল্লার পুত্র। এর আগে পুলিশ তাদের বাড়ি থেকে সোহেল মোল্লা ও রাসেল মোল্লার পাসপোর্ট জব্দ করে। তিন ভাই পাসপোর্ট ছাড়াই চোরাই পথে ভারতে প্রবেশের পরিকল্পনা নেয়।
×