ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের রামগঙ্গা ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৫:১৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

হবিগঞ্জের রামগঙ্গা ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ সোমবার ভোরে চুনারুঘাটের রামগঙ্গা চা-বাগানের কাছে ঢাকা-সিলেট মহাসড়কের একটি ব্রিজের এপ্রোচ সড়কের অংশ বিশেষ ভেঙ্গে বন্ধ হয়ে গেছে যান চলাচল। ঢাকাসহ সারাদেশের সঙ্গে এখনও যোগাযোগের মাধ্যম হিসেবে চালুকৃত পাহাড়ী পর্যটন এলাকায় সমৃদ্ধ ঘেরা এ সড়কের উক্ত এলাকা থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করায় মাটি সরে গিয়ে সংশ্লিষ্ট ব্রিজটি মূল রাস্তা থেকে অন্তত ১০/১৫ ফুট ফাঁকা হয়ে বিভক্ত হয়ে পড়ে এমন অবস্থার সৃষ্টি হয়। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা এ অবস্থার জন্য বালু উত্তোলনকে দায়ী না করে গেল ২/১ দিন ধরে অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলকেই এ সমস্যা সৃষ্টির আরও একটি কারণ হিসেবে দাবি করছেন। এদিকে সোমবার ভোর রাত ৪টার দিকে ওই ব্রিজ ভেঙ্গে পড়া ফাঁকা অংশ দিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস গভীর গর্তে পড়ে গেলে আহত হয় অন্তত ৫ যাত্রী।
×