ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম খালে অবৈধ দখল উচ্ছেদে কাজ শুরু

প্রকাশিত: ০৫:০৯, ১২ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রাম খালে অবৈধ দখল উচ্ছেদে কাজ শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে সরকার গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কাজ শুরু করছে টাস্কফোর্স। বেদখল হয়ে যাওয়া খাল থেকে দখলদারদের উচ্ছেদ এবং মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য এ টাস্কফোর্স গঠিত হয় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আহ্বায়ক করে। সোমবার মেয়রের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় বিস্তারিত কর্মপরিকল্পনা। চসিক মেয়র জানান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ কমিটি নগরীর প্রাকৃতিক খালসমূহ হতে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ, খালসমূহের দু’পাশের বেদখল হয়ে যাওয়া সরকারী জায়গা উদ্ধার, খালের মাটি উত্তোলন, খাল খনন ও ভরাট খালের মাটি এবং আবর্জনা নিষ্কাশন করে স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত রাখার ব্যবস্থা নিবে। খালের উভয় পাশে গ্রহণ করা হবে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প। এ কমিটি প্রতি মাসে একটি সভা করে চলমান কার্যক্রমের মূল্যায়ন এবং তা স্থানীয় সরকার বিভাগ ও পানি সম্পদ মন্ত্রণালয়কে অবহিত করবে। নান্দনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে করবিধি অনুযায়ী কর নির্ধারণ এবং আদায়ের বিকল্প নেই বলে জানিয়ে মেয়র বলেন, আমি সুন্দর একটি নগরী উপহার দিতে চাই। আপনারা সহযোগিতা করুন। চসিক মেয়রের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। উল্লেখ্য, নগরীর খালসমূহ হতে অবৈধ দখল উচ্ছেদের জন্য ১০ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মেয়র আ জ ম নাছির উদ্দীনকে। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভাগীয় কমিশনার কার্যালয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদফতর, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
×