ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো -খবর

প্রকাশিত: ০৫:০৯, ১২ সেপ্টেম্বর ২০১৭

টুকরো -খবর

ঘুমন্ত পরিবারকে অজ্ঞান করে লুট নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ সেপ্টেম্বর ॥ জেলার কটিয়াদীতে ঘুমন্ত পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা নাক-মুখে চেতনানাশক দ্রব্য ছিটিয়ে গৃহকর্তা শিক্ষক কামরুল ইসলাম ও তার স্ত্রী হোসনে আরা পারভীনকে অজ্ঞান করে লুট করে। সোমবার ভোরে কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানায়, সোমবার ভোরে বাড়ির ছাদের উপর থেকে সিঁড়ি দিয়ে দুর্বৃত্তরা নিচতলার ঘরে প্রবেশ করে। সেখানে ঘুমন্ত গৃহকর্তা শিক্ষক কামরুল ইসলাম ও তাঁর স্ত্রী হোসনে আরা পারভীনের নাক-মুখে চেতনানাশক দ্রব্য ছিটিয়ে অজ্ঞান করে দুটি স্টিলের আলমারি, শোকেস, ওয়্যারড্রবে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্ত দল। এ সময় গৃহকর্তার মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী মীম ঘুম থেকে জেগে উঠলে দুর্বৃত্তরা পেছন থেকে দেয়ালে ধাক্কা দেয় এবং পায়ে আঘাত করে। ধাক্কায় মীমের মাথা ফেটে যায় এবং সে অচেতন হয়ে মেঝেতে পড়ে থাকে। ভোরে পাশের রুম থেকে মীমের মামি লাকী আক্তার নামাজ পড়তে উঠে মীমকে মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর তিনি অচেতন অবস্থায় পড়ে থাকা মীমের মা-বাবার গোঙ্গানির শব্দ এবং দরজা খোলা দেখতে পান। এ সময় লাকী আক্তার ও তার স্বামী আবু ছিদ্দিক চিৎকার-চেঁচামেচি করলে লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় কামরুল ইসলাম ও তার স্ত্রী হোসনে আরা ও কন্যা মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১১ সেপ্টেম্বর ॥ সখীপুরে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক আবুল হাসেম লিটনের বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়চওনা বাজারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বড়চওনা উচ্চ বিদ্যালয়, বড়চওনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়চওনা বাজার বণিক সমিতি, দারিপাকা বাজার বণিক সমিতিসহ এলাকার সর্বসাধারণ অংশ নেয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লালের সভাপতিত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও বড়চওনা বাজার বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান, বড়চওনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া, প্রমুখ বক্তব্য রাখেন। জঙ্গীদের অস্ত্র সরবরাহকারী রাজিব আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১১ সেপ্টেম্বর ॥ কালিহাতী উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গীকে অস্ত্র সরবরাহকারী বোরহান উদ্দিন রাজিবকে আটক করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। রবিবার গভীর রাতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রাজিব উপজেলার এলেঙ্গা চিনামোড়া মধ্যপাড়া গ্রামের নিজাম উদ্দিনে ছেলে। র‌্যাব জানায়, এলেঙ্গা থেকে সম্প্রতি গ্রেফতারকৃত দুই জঙ্গী রিমান্ডে জানায় তারা রাজিব নামের ওই সন্ত্রাসীর কাছ থেকে দেশীয় অস্ত্রগুলো কিনেছে। চাঁদা না পেয়ে কৃষককে হাতুড়ি পেটা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শ্যামল হালদার নামে এক কৃষককে দুর্বৃত্তরা বেপরোয়া হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেছে। রবিবার রাতে বেমরতা স্কুলের নিকট বাঁশবাগানের কাছে ধরে নিয়ে মারপিটের পর অচেতন অবস্থায় মৃত ভেবে রাস্তার ওপর ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়। এসময় তার কাছে থাকা ৯ হাজার ৪শ’ টাকা ও মোবাইলসহ মালামাল হামলাকারীরা নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। চিহ্নিত খালেক, রনি, ডালিম, সরোয়ার, মালেকসহ ৮/১০ জনের একটি দল শ্যামলকে হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে এ হামলা করেছে। হাতুড়ি দিয়ে মারপিটের পরও রাস্তার ওপর তার মাথা আছড়ে দিয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে এবং পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে আহতের স্বজনরা জানিয়েছেন। পীর বলুহ দেওয়ান মেলা আজ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আজ মঙ্গলবার শুরু হচ্ছে যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান মেলা। মেলায় জননিরাপত্তায় নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মেলা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এ বছর মেলা পরিচালনা কমিটি, উপজেলা প্রশাসন এবং স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত হবে। এজন্য নারায়ণপুর ইউপি চেয়ারম্যানসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন বলেন, এবার মেলায় কাঠের আসবাবপত্র, খেলনা, প্রসাধনী, গার্মেন্টস, হোটেল- বেকারি, মিষ্টির দোকান, নাগরদোলা, জাদু প্রদর্শনী, সার্কাস, স্টিল সামগ্রীসহ প্রায় হাজারের অধিক দোকান বসেছে। এবারে মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে কপোতাক্ষ নদে স্পিডবোট ও মৃত্যুকূপে প্রাইভেটকার চালানো। তিনি জানান, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ৪৭ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।
×