ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১১ সেপ্টেম্বর ॥ রাতে ঘুমন্ত অবস্থায় সোমবারে সাপের কামড়ে হোসাইন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কয়ারিয়া ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার তাল্লুক গ্রামের হারুন সরদারের ছেলে হোসাইন রাতে লেখাপড়া শেষে ঘুমিয়ে পরে। এ সময় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ তার হাতের ওপর ছোবল দেয় । এতে করে তার বমি শুরু হয়। কিছুক্ষণ পরে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাউরুটির ভেতরে ৮০০ ইয়াবা নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১১ সেপ্টেম্বর ॥ জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে জামালপুর শহরের তমালতলা এলাকার রাস্তা থেকে রবিবার রাতে পাউরুটির ভেতরে বহন করে নিয়ে যাওয়ার সময় ৮০০ ইয়াবা বড়িসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মাদক বিক্রেতা হলো- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানার ওমর আলী ও একই জেলার উলিপুর উপজেলার শাহিনুর রহমান। জানা গেছে, রবিবার রাতে শহরের তমালতলায় মিতালী মার্কেটের সামনে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় ওমর আলী ও শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
×