ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত, গণপিটুনিতে চোর নিহত

প্রকাশিত: ০৫:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৭

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত, গণপিটুনিতে চোর নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার রব্বানী (৩৮) নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শূটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আলাদা ঘটনায় ত্রিশালে গণপিটুনিতে নিহত হয়েছে এক গরুচোর। নিহত গরুচোরের পরিচয় জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার ভোরে এ ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে পুলিশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ত্রিশালে বন্দুকযুদ্ধের ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, নিহত ডাকাত সর্দার রব্বানী সংঘবদ্ধ দলের সদস্য। গত ২১ আগস্ট রাতে কোতোয়ালি থানার চরবড়বিলা গ্রামের আকাশি এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে ডাকাতির সময় ইদ্রিস আলী ও মোজাফর মিয়া জোড়া হত্যাকা-সহ একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল রব্বানী। ডাকাত সর্দার রব্বানীর সহযোগিতায় ইদ্রিস আলী ও মোজাফরকে হত্যা করে বলে জানান পুলিশ সুপার। আকাশি এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজে ডাকাতির ঘটনাটি উদ্ঘাটনের দাবি করে পুলিশ সুপার আরও জানান, এ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুলবুল আহমদ ওরফে আজিবর, মোঃ জাহিদ ও লুণ্ঠিত গরুর ক্রেতা শফিকুল ইসলাম ওরফে রেজওয়ান হাজীকে গ্রেফতার করা হয়েছে।
×