ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুয়েটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

প্রকাশিত: ০৫:০৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

কুয়েটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০ টায় আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা প্রদান শুরু হয়েছে, চলবে ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত এ, টি অথবা পি চিহ্নিত আবেদনপত্র জমা নেয়া হবে এবং ওই দিন বিকেল ৫টার মধ্যে টাকা জমা দিতে হবে। আগামী ৮ অক্টোবর রবিবার বিকেল ৫টায় প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত যোগ্য প্রার্থীদের নামের তালিকা। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে তে ই-মেল করা যেতে পারে। খুবির নতুন কোষাধ্যক্ষ সাধন রঞ্জন ঘোষ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর সাধন রঞ্জন ঘোষকে চার বছরের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর খুলনার দৌলতপুর সরকারী বিএল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষকে এ নিয়োগ প্রদান করে। রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহ্নাজ সামাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে। সোমবার সকাল সাড়ে ৯টায় নবনিযুক্ত কোষাধ্যক্ষ তার কর্মস্থলে যোগদান করেন।
×