ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঁকন বিবিকে সিলেট শহরে বসবাসের ব্যবস্থার আবেদন

প্রকাশিত: ০৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৭

কাঁকন বিবিকে সিলেট শহরে বসবাসের ব্যবস্থার আবেদন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা কাঁকন বিবিকে সিলেট শহরে স্থায়ী বসবাসের ব্যবস্থা করার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবর একটি আবেদন করেন কাঁকন বিবির মেয়ে সখিনা খাতুন। সোমবার সকালে অর্থমন্ত্রীর বাসভবন নগরীর হাফিজ কমপ্লেক্সে কাঁকন বিবিকে নিয়ে আসা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জাতিসংঘের সাবেক স্থায়ী কমিটির সদস্য একেএম আব্দুল মোমেন, মুক্তিযোদ্ধা কাঁকন বিবির মেয়েসহ অন্য নেতৃবৃন্দ। আবেদনে বলা হয়, মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা নুরজাহান বেগম কাঁকন বিবি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করার জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করেছেন। যুদ্ধ চলাকালীন পাকবাহিনী একাধারে নির্যাতন করে মৃত ভেবে তাকে এক জঙ্গলে ফেলে রেখে যায়। নির্যাতনের চিহ্ন এখনও কাঁকন বিবির শরীরে বিদ্যমান। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ বীরাঙ্গনাকে অনেক সাহায্য-সহযোগিতা করেছেন। গত ১৯ জুলাই কাঁকন বিবি অসুস্থ হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সব সময় চিকিৎসার খোঁজখবর নিয়েছেন, যা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। প্রায় দেড় মাস পর গত ২৮ আগস্ট কাঁকন বিবিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্রে প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানোর নির্দেশ দেয়া হয়। কাঁকন বিবির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। এখনও কাঁকন বিবি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ঘন ঘন সিলেটে নিয়ে এসে ডাক্তার দেখালে শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই কাঁকন বিবিকে বাঁচিয়ে রাখতে সিলেট শহরে একটি স্থায়ী বাসস্থানের প্রয়োজন।
×