ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিল দাবি

প্রকাশিত: ০৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০১৭

সিরাজগঞ্জে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিল দাবি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে সদ্য ঘোষিত সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিকে অগঠনতান্ত্রিক ও অবৈধ উল্লেখ করে এ কমিটি বাতিল দাবি করা হয়েছে। একই সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে ১২ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে মুজিব সড়কের একটি বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্য সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু বলেন, একটি নির্বাচিত কমিটি থাকাবস্থায় আহ্বায়ক কমিটি গঠন অগণতান্ত্রিক এবং গঠনতন্ত্র পরিপন্থী। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির আনুষ্ঠানিক সভা ছাড়াই গত ৯ সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় ৫১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশিত হওয়ায় তারা বিস্ময় প্রকাশ করেছেন। সেজন্য তারা এ আহ্বায়ক কমিটি বাতিল দাবি করেন। একই সঙ্গে আহ্বায়ক কমিটিতে নাম থাকা ১২ জন সদস্য আহ্বায়ক কমিটি থেকে তাদের নাম প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচিত কমিটিকে অনুমোদনের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। পদত্যাগকারী নেতারা হলেন- সদর থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য গাজী মিজানুর রহমান দুদু, রতনকান্দি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন, একই এলাকার গাজী আকবর হোসেন তালুকদার, ছোনগাছা এলাকার সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ ও শফিকুল ইসলাম শফি, বাগবাটির বাবলু মল্লিক, আব্দুল লতিফ ও রঞ্জু আহম্মেদ, মেছড়া এলাকার বাদশা আলম, রজব আলী ও আল আমিন।
×