ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ল্যাজিওর গোলোৎসব ইমোবিলের হ্যাটট্রিকে

প্রকাশিত: ০৫:০২, ১২ সেপ্টেম্বর ২০১৭

ল্যাজিওর গোলোৎসব ইমোবিলের হ্যাটট্রিকে

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে দারুণ জয় পেয়েছে ল্যাজিও। রবিবার রাতে এসি মিলানকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। ল্যাজিওর এই জয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন সিরো ইমোবিলে। এসি মিলান হারলেও জিতেছে ইন্টার মিলান। ইন্টার ২-০ গোলে হারিয়েছে এসপিএলএলকে। অন্য ম্যাচে আটলান্টা ২-১ গোলে সাসাওলোকে, কাগলিয়ারি ১-০ গোলে ক্রটনেকে, ফিওরেন্টিনা ৫-০ গোলে হেলাস ভেরোনাকে, উদেনিস ১-০ গোলে জেনোয়াকে, তুরিনো ১-০ গোলে বেনেভেন্টোকে ও নেপোলি ৩-০ গোলে হারিয়েছে বলগনাকে। দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষধারী জুভেন্টাসের সমান পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার। আগেরদিন চিয়েভোকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে জুভরা। বড় জয় পাওয়া ল্যাজিও ৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান এসি মিলানের। অলিম্পিয়াকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন ইমোবিলে। তার দেয়া তিন গোলের মধ্যে একটি পেনাল্টি। রাজধানীতে ব্যাপক বৃষ্টির কারণে এক ঘণ্টা বিরতিতে শুরু হয় ম্যাচটি। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে নিজের খাতা খোলেন ইমোবিল (১-০)। ৪৩ মিনিটে লুলিসের যোগান থেকে বল নিয়ে দ্বিতীয় গোল করেন (২-০)। বিরতির পর ৪৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইমোবিল (৩-০)। তার হ্যাটট্রিকের সৌজন্যে ল্যাজিও পেয়ে যায় ৩-০ গোলের লিড। ৪৯ মিনিটে ইমোবিলের যোগান থেকেই ক্লাবের হয়ে চতুর্থ গোলটি আদায় করেন সতীর্থ লুইস আলবার্টো (৪-০)। ম্যাচের ৫৬ মিনিটে এসি মিলানের হয়ে সান্ত¡নামূলক একমাত্র গোলটি পরিশোধ করেন রিকার্ডো মন্টেলিভো (৪-১)।
×