ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এশিয়ান মার্শাল আর্ট গেমসে অংশ নেবে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৮, ১২ সেপ্টেম্বর ২০১৭

এশিয়ান মার্শাল আর্ট গেমসে অংশ নেবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তুুর্কিমিনিস্তানের আসগাবাদে এশিয়ান ইনডোর এ্যান্ড মার্শাল আর্ট গেমস অনুষ্ঠিত হবে। এই গেমসে বাংলাদেশ থেকে দাবা, সুইমিং, ভারোত্তোলন, রেসলিং, বেল্ট রেসলিং এবং তায়কোয়ানদোসহ মোট ৬ ডিসিপ্লিনে খেলোয়াড় এবং প্রশিক্ষক কাম ম্যানেজার ১৮, ১ সেফ দ্য মিশন, ১ ডাক্তার, ১ টিম কো-অর্ডিনেটর এবং ১ প্রশাসনিক কর্মকর্তাসহ মোট ২২ সদস্যবিশিষ্ট দল অংশগ্রহণ করবে। সেফ দ্য মিশন হিসেবে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কাউন্সিলর এবং বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। দলের সদস্যরা আগামী ১৩ সেপ্টেম্বর-২২ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তুর্কিমিনিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করবেন দ্বাদশ এসএ গেমসে রৌপ্যপদক জয়ী ভারোত্তোলক ফুলপতি চাকমা এবং সমাপনীতে পতাকা বহন করবেন এসএ গেমসে রৌপ পদকজয়ী রেসলার শিরিন সুলতানা।
×