ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের আনন্দে মাতোয়ারা গোটা পাকিস্তান

লাহোরে পাকিস্তান-বিশ্ব একাদশ প্রথম টি২০ আজ

প্রকাশিত: ০৪:৫৫, ১২ সেপ্টেম্বর ২০১৭

লাহোরে পাকিস্তান-বিশ্ব একাদশ প্রথম টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানী বাবা-মায়েরা নাকি স্কুল জীবনের প্রথম দিনেই সন্তানের হাতে বইয়ের পাশাপাশি ব্যাট-বল তুলে দেন। এশিয়ায় ক্রিকেটপাগল জাতির মধ্যে দেশটির অবস্থান ওপরের দিকে। শিশু-বৃদ্ধ, ধনি-গরিব সবাই ক্রিকেট বলতে অজ্ঞান। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে সেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে আছে। নিজ দেশে ক্রিকেট ফেরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর অধিনায়ক সরফরাজ আহমেদ আকুতি জানিয়েছিলেন। দীর্ঘ কূটনৈতিক সাফল্যের পর দ্বারে কাক্সিক্ষত সেই আয়োজন। ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে বসছে বিশ্ব তারার মেলা। পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ আজ। পরের দুটি বুধ ও শুক্রবার। চারিদিকে সাজ সাজ রব, পাকিস্তানজুড়ে উৎসবের আমেজ। উচ্ছ্বসিত জাতীয় ক্রিকেটার, সাবেক গ্রেট থেকে সাধারণ সবাই। ‘আমার তো চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের চেয়েও বেশি আনন্দ হচ্ছে। দীর্ঘ প্রায় আট বছর ঘরের মাটিতে খেলতে পারিনি। পাকিস্তানের অগণিত ভক্ত বঞ্চিত হয়েছে। আমার এই দলের অনেকে এখন পর্যন্ত তার জন্মভূমিতে ব্যাট-বল নিয়ে মাঠে নামতে পারেনি। ওরা সবাই রোমাঞ্চিত। বিশ্ব একাদশ পাঠানোয় প্রথমেই আইসিসিকে (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ধন্যবাদ। পিসিবিরও (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেষ্টার কমতি ছিল না। লাহোরে স্মরণীয় কয়েকটা দিনের অপেক্ষায় আছি।’ বলেন পাকিস্তানের তিন ভার্সনের ও এই সিরিজের অধিনায়ক সরফরাজ। পিসিবি প্রধান নাজাম শেঠী বলেন, ‘আমার বিশ্বাস এই সিরিজ পাকিস্তানে বিদেশী দলগুলোর দরজা খুলে দেবে। আইসিসির চীফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসনও আশাবাদী, ‘আমরা প্রতিটি দেশেই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে চাই। এটা পিসিবি ও পাকিস্তান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। তাদের জন্য একধাপ এগিয়ে যাওয়া। আশা করছি সবকিছু সুন্দর ভাবে শেষ হবে।’ বিশ্ব একাদশের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসিস। আছেন হাশিম আমলা, তামিম ইকবাল, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, জর্জ বেইলি, ইমরান তাহিরের মতো তারকা। তাদের রাষ্ট্রপ্রধানদের সমান নিরাপত্তা দেয়া হবে। ২৭০০০ দর্শক ধারণক্ষমতার গাদ্দাফি স্টেডিয়াম ঘিরে ৮০০০ পুলিশ ও কমান্ডো দায়িত্ব পালন করবেন। বিশ্ব একাদশের খেলোয়ড়রা প্রথমে আরব আমিরাতে জড়ো হয়েছিলেন, সেখান থেকে সোমবারই তারা লাহোরে উড়ে গেছেন। কাউন্টারে দীর্ঘ অপেক্ষার পর টিকেট পাওয়া কলেজ ছাত্র মোহাম্মদ ফারুক বলেন, ‘সাত ঘণ্টা নয়, সাতদিন লাইনে দাঁড়াতে হলেও আমি খুশি, কারণ ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ দেখতে পাব।’ বিশ্ব ক্রিকেটের তারকা হয়ে উঠলেও এখনও জন্মভূমিতে খেলা হয়নি হাসান আলীর। ২৩ বছর বয়সী পাকিস্তানী পেসার তাই যারপরনাই খুশি, ‘জন্মভূমিতে আমার প্রথম আন্তর্জাতিক ম্যাচ, সিরিজ। সমর্থকদের সামনে খেলতে পারব ভেবে রোমাঞ্চিত।’ ‘ইনডিপেন্ডেন্স কাপ ২০১৭’Ñ নামের বহুল আলোচিত সিরিজে অবশ্য মোহাম্মদ আমিরকে পাচ্ছে না স্বাগতিকরা। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ডে রয়েছেন তুখোড় এই বাঁহাতি পেসার। তবে শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, বাবর আজম, ইমাদ ওয়াসিম, হাসান আলি, সোহাইল খানদের নিয়ে গড়া পাকিস্তান প্রবল শক্তিধর। ২০০৯ সালে সেই ঘটনার পর জিম্বাবুইয়ে ছাড়া বড় কোন দেশ পাকিস্তানে যায়নি। নিজেদের ম্যাচগুলো তারা আমিরাতে আয়োজন করে আসছে। বছরের শুরুতে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে খেলেছিলেন বাংলাদেশের এনামুল হক বিজয়। এবার বিশ্ব একাদশের ওপেনিংয়ে হাশিম আমলার সঙ্গী হচ্ছেন তামিম ইকবাল। তামিমদের কোচ এ্যান্ডি ফ্লাওয়ার বলেন, ‘আমার দলে বিশ্বসেরা সব খেলোয়াড় রয়েছে। অবশ্যই সিরিজ জিততে চাই। তবে শেষ পর্যন্ত লাহোরের এই আয়োজন হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের জয়। সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’ ইমরান খান, ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদির মতো পাকিস্তানের সাবেক গ্রেটরাও এই আয়োজন নিয়ে দারুণ খুশি। পাকিস্তান একাদশ ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ফখরুজামান, শাদাব খান, ফাহিম আশরাফ, বাবর আজম, উমর আমিন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, আমির ইয়ামিন, রুম্মন রইস, উসমান খান ও সোহাইল খান। বিশ্ব একাদশ ॥ ফ্যাফ ডুপ্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, ড্যারেন সামি, পল কলিউংউড, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, বেন কাটিং, গ্রান্ট ইলিয়ট, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন, থিসারা পেরেরা ও ইমরান তাহির।
×