ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে মিথ্যাচার করছে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৪:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে মিথ্যাচার করছে বিএনপি ॥ কাদের

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। এ পর্যন্ত বিএনপির কোন নেতা রোহিঙ্গাদের দেখতে আসেননি। তারা শুধু এয়ার কন্ডিশন রুমে বসে আওয়ামী লীগের সমালোচনা করতে জানে। সোমবার বিকেল ৩টায় কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখানে কিছু মুসলমান অন্য দেশ থেকে এসে আশ্রয় নিয়েছে। মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি। ঠিক সেই মুহূর্তে বিএনপি উল্টাপাল্টা কথা বলে দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে চাপ দেয়া হচ্ছে। সরকার আশা করছে, খুব শীঘ্রই রোহিঙ্গাদের সে দেশে পাঠিয়ে দেয়া হবে। এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের দুর্দশার কথা শোনেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনের কর্মকর্তাগণ তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আসছেন শুনে খুশি রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী আসছেন এ খবর শুনে রোহিঙ্গারা খুশি। তাদের আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের প্রতি যে মানবিক আচরণ করছেন তা তাদের জন্য বড় প্রাপ্তি। এর উপর প্রধানমন্ত্রী নিজে তাদের দেখতে আসছেন এমন খবর শুনে শত দুঃখের মাঝেও তারা এখন খুশি। রোহিঙ্গা শিবিরগুলোতে প্রধানমন্ত্রীর আগমনের খবর চাউর হয়েছে।
×