ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিশুর কান্নায় ঘুম হারাম

প্রকাশিত: ০৪:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

শিশুর কান্নায় ঘুম হারাম

দীর্ঘদিন ঘুম বঞ্চিত হয়ে তিনি ধৈর্যহারা হয়ে গেছেন। তিন বছর ঠিকমতো ঘুমাতে পারেননি। কারণ, তার প্রতিবেশীর পাঁচ বছরের শিশুটি রাতজুড়ে ক্রমাগত চিৎকার করে কান্নাকাটি করে। শিশুর বাবা-মার কাছে অভিযোগ করতে গিয়ে কোন লাভ হয়নি। তাদের মতে, এটি তাদের সন্তানের স্বাভাবিক কান্না।শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাবা-মায়েদের ফোরাম মাম¯েœটের কাছে যান পরামর্শের জন্য এক নারী। ঘুমবঞ্চিত ওই নারীর অভিযোগ, শিশুটিকে বিছানায় রাতে ঘুম পাড়াতে নিলে প্রথম দুই ঘণ্টা কান্না করে। পরে মধ্যরাতে উঠে আবার চিৎকার শুরু করে। গত তিনটি বছর এভাবে পার করতে হয়েছে। তিনি বলেন, আমি বিষয়টি সমাধানের অনেক চেষ্টা করেছি। শিশুটির বাবা-মাকে বলেছি, যাতে তারা কক্ষটিকে শব্দপ্রতিরোধ করে ফেলে; যাতে তাদের কক্ষ থেকে কোন শব্দ বের হতে না পারে। কিন্তু তাতে রাজি হয়নি তারা। শিশুটির মায়ের দাবি, সব শিশুই এমন চিৎকার করে।- মেইল অনলাইন
×