ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অঙ্গ দানের রেকর্ড

প্রকাশিত: ০৪:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

অঙ্গ দানের রেকর্ড

মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায় তেরো বছরের এক কিশোরী। কিন্তু মৃত্যুর আগে তার দান করে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গে জীবন ফিরে পেয়েছে আটজন; যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে। ইংল্যান্ডের সমারসেট কাউন্টির জেমিমা লেইজেল ২০১২ সালে মারা যায়। সে তার হৃদপি-, অগ্ন্যাশয়, ফুসফুস, কিডনি, ক্ষুদ্রান্ত্র ও যকৃৎ দান করে যায়। জেমিমার বাবা-মা বলেন, আমাদের মেয়ে তীক্ষè বুদ্ধির অধিকারী, অন্যের প্রতি সহানুভূতিসম্পন্ন ও সৃষ্টিশীল ছিল। নিজের অঙ্গপ্রত্যঙ্গ দানের জন্য সে খুবই গর্বিত। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানায়, আর কেউ এত মানুষকে নিজের অঙ্গ দান করে যাননি। মায়ের ৩৮তম জন্মদিন পালনের সময় পার্টিতে হঠাৎই পড়ে যায় জেমিমা। চারদিনের মাথায় তার মৃত্যু হয়। তার অন্ত্র, হৃদপি- ও অগ্ন্যাশয় তিনজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। আর তার কিডনি পেয়ে রক্ষা পায় দুই ব্যক্তির জীবন। ব্রিটেনে এটাই অঙ্গ প্রতিস্থাপনের রেকর্ড। জেমিমার মা সোফি লেইজেল একজন নাটকের শিক্ষক। তারা বাবা একটি নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তারা বলেন, মৃত্যুর দুই সপ্তাহ আগে তার অঙ্গ দানের ব্যাপারে জেমিমা উইল করে যায়। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পর তার ভেতরে অঙ্গ দানের মনোভাব জাগ্রত হয়।-বিবিসি অনলাইন
×