ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন আইফোনের নাম আইফোন এক্স

প্রকাশিত: ০৪:২৯, ১২ সেপ্টেম্বর ২০১৭

নতুন আইফোনের নাম আইফোন এক্স

ফোনের দুনিয়ায় এক অনন্য নাম এ্যাপলের আইফোন। জনপ্রিয় এই স্মার্টফোন দেখতে সুন্দর, ব্যবহারেও সুবিধাজনক। হাল আমলের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলেও দরকার হয় বাজারের সেরা একটা স্মার্টফোন। এ্যাপলের সর্বশেষ সংস্করণ আইফোন- ৮ এখন বাজারে আসার অপেক্ষায়। গত শনিবারে ফাঁস হওয়া এক প্রতিবেদনে জানা যায়, নতুন এ্যাপল পণ্যটির নাম হবে আইফোন এক্স। এর আগে এ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়, আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস নামে এ্যাপলের অন্য দুটি ফোনও বাজারে আনা হবে। নতুন এই পণ্যটির দাম হবে এক হাজার মার্কিন ডলার বা ৮০ হাজার টাকা। ৬৪, ২৫৬ এবং ৫১২ জিবি তিন ধরনের স্টোরেজ অপশন পাওয়া যাবে আইফোন ৮-এ। থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। ক্যামেরা হবে ৩ডি সেন্সর সম্পন্ন। এলইডি বেজেললেস প্যানেল থাকবে। কোন হোম বাটন থাকবে না আইফোন ৮-এ। ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি নিষিদ্ধ করছে চীন পরিবেশের কথা মাথা রেখে এবার ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি নিষিদ্ধ করছে বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার চীন। এ জন্য গবেষণার কাজ শুরু করে দিয়েছে দেশটি। চীনের ভাইস ইন্ডাস্ট্রি মন্ত্রী শিন গবিন এ তথ্য জানিয়েছেন। তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে তা তিনি জানাননি। গবিনের বরাতে চীনের নিউজ এজেন্সি জানিয়েছে, এই পদক্ষেপে চীনের গাড়ি শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন বয়ে আনবে। উল্লেখ, চীনের বাজারে গত বছরে শুধু ২ কোটি ৮০ লাখ গাড়ি নির্মাণ করা হয়েছে, যা পুরো বিশ্বের এক-তৃতীয়াংশ। দূষণ এবং কার্বন নির্গমন কমাতে এর আগে যুক্তরাজ্য এবং ফ্রান্সও একই ঘোষণা দেয়। ২০৪০ সালের মধ্যে যা কার্যকর হওয়ার কথা রয়েছে। গত জুলাইয়ে চীনের মালিকানাধীন ভলভো জানায়, তারা ২০১৯ সালের মধ্যে নতুন গাড়ি মডেল সব ইলেক্ট্রিক করবে। যেখানে ডিজেল ও পেট্রোলের ব্যবহার থাকবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×