ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ও থাই স্টক একচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ০৪:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রাম ও থাই স্টক একচেঞ্জের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং দ্য স্টক এক্সচেঞ্জ অব থাইল্যান্ডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জের ব্যাঙ্ককে অনুষ্ঠিতব্য বার্ষিক সভা উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল ব্যাঙ্কক সফর করেন। এই সফরকালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে মিস কেসারা মানচুসরি এবং এম সাইফুর রহমান মজুমদার সমঝোতা স্মারক এ স্বাক্ষর করেন। ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিএসই-এর চেয়ারম্যান ড. এ কে আবদুল মোমেন এবং ব্যাঙ্ককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোঃ নাজমুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং নিউজিল্যান্ড স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, জেমস মিলার, এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, পারভীন কুমার সিংহলের সঙ্গে ব্যাংককে পৃথক পৃথক বৈঠক করেন। আরামিট সিমেন্টের অকারণে দর বাড়ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্টের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই রবিবার নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ৩১ আগস্ট থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৩৯ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪৬ টাকা ১০ পর্যন্ত লেনদেন হয়েছে। শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।
×