ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোহিনূর কেমিক্যালের দর ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:২৬, ১২ সেপ্টেম্বর ২০১৭

কোহিনূর কেমিক্যালের দর ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি কোহিনূর কেমিক্যালের দর ও লেনদেন দুটোই বেড়েছে। সোমবার ওষুধ খাতের কোম্পানিটির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। শেষ বিকেল পর্যন্ত কোম্পানিটির ক্রেতার ঘরে ২০ হাজার শেয়ার কেনার চাহিদা ছিল। কিন্তু কোন বিক্রেতা ছিল না। জুন ক্লোজিং কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বাড়ার দিনে মোট ১ লাখ ১৬ হাজার ৭১৫টি শেয়ার মোট ৪১৯ হাওলায় লেনদেন হয়েছে। সারাদিনে কোম্পানিটির মোট ৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। এই দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩৪.৬০ টাকা। অর্থাৎ প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৮.৭৪ শতাংশ করে। আগের দিনে কোম্পানিটির সমাপনী মূল্য ছিল ৩৯৬ টাকা। জানা গেছে, ১২ কোটি ১৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৪৮.৭২ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, ১৬.১৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৫ দশমিক ১০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। গত ২০১৬ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আগের বছর ২০১৫ সালে কোম্পানিটি শুধু ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ ৯ মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৭.৪৬ টাকা। আগের বছর এই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫.১৯ টাকা।
×