ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে প্রখ্যাত ধর্মীয় নেতা সালমান আল-আবদাহ গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৪, ১২ সেপ্টেম্বর ২০১৭

সৌদি আরবে প্রখ্যাত ধর্মীয় নেতা সালমান আল-আবদাহ গ্রেফতার

সৌদি আরবের এক প্রখ্যাত ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের সূত্রে খবরটি পাওয়ার কথা জানিয়েছে একটি বিদেশী বার্তা সংস্থা। ওই পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, শনি অথবা রবিবার প্রভাবশালী ধর্মীয় নেতা শেখ সালমান আল-আবদাহকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর ওয়েবসাইটের। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আল-আবদাহের এক কোটি ৪০ লাখ অনুসারী আছে। সৌদি আরবে রাজনৈতিক পরিবর্তনের প্রচার চালানোর জন্য ১৯৯৪-৯৯ পর্যন্ত কারাবন্দী ছিলেন তিনি। কাতারের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর বিরোধ মিটে যেতে পারে, শুক্রবার প্রকাশিত এমন একটি প্রতিবেদনকে টুইটারে নিজের শেষ পোস্টে স্বাগত জানিয়েছিলেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, জুনে শুরু হওয়া বিরোধ মেটানোর পথ নিয়ে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
×