ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিবিসিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী বিপজ্জনক

প্রকাশিত: ০৪:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী বিপজ্জনক

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী বিপজ্জনক। দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচী বাড়িয়ে চলেছে এবং দিনে দিনে সেটি বৃহৎ আকার ধারণ করেছে। লন্ডন পর্যন্ত আঘাত হানতে পারে এরকম ক্ষেপণাস্ত্র তৈরি করার আগেই তা বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। বিবিসি এ্যান্ড্রু মার শো অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ইন্ডিপেন্ডেন্ট। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাজ্যের রাজধানীতে আঘাত হানতে পারবে কি না এমন প্রশ্নের জবাবে ফ্যালন বলেন, ‘না তারা এখন সেরকম সক্ষমতা অর্জন করেনি। তবে তারা তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে চলেছে। আমাদের এই কর্মসূচী থামাতেই হবে। কারণ তাদের বেহিসাবী কর্মকা- বিবেচনায় নেয়া না হলে এর পরিণতি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর।’ প্রশান্ত মহাসাগরে মার্কিন টেরিটরি গুয়ামে উত্তর কোরিয়া আঘাত হানলে ন্যাটো সহযোগী হিসেবে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষা সহায়তা দেবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গুয়াম একটি সার্বভৌম মার্কিন টেরিটরি। আক্রান্ত হলে আত্মরক্ষার জন্য জাতিসংঘের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র অন্য দেশের সাহায্য চাইতে পারে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান পরিষ্কার হলো। কিছু দিন আগে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রশান্ত মহাসাগরে মার্কিন টেরিটরি গুয়ামে উত্তর কোরিয়া আঘাত হানলে ন্যাটো সহযোগী হিসেবে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে প্রস্তুত নয়। উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনা ও আর্টিলারি ব্যাটারিগুলোর অবস্থান নির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য যৌথ গোয়েন্দা বৃত্তির যে প্রস্তাব রয়েল এয়ারফোর্স দিয়েছিল সেটি বাস্তব সম্মত নয় বলে গত মাসে ব্রিটিশ সরকার মন্তব্য করেছিল। কিন্তু এরপর চলতি মাসেই আরও আগের দিকে উত্তর কোরিয়া ষষ্ঠ পরমাণু পরীক্ষা চালায় যা এ যাবত করা সবচেয়ে শক্তিশালী পরমাণু পরীক্ষা বলে উল্লেখ করা হয়েছে।
×