ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর ইনজেকশন ব্যবহার নয়

প্রকাশিত: ০৪:২১, ১২ সেপ্টেম্বর ২০১৭

আর ইনজেকশন ব্যবহার নয়

ইনজেকশনের সুই দেখলেই আমরা ভয় পাই। এখন থেকে আর সেই ভয় থাকছে না। এখন খাবারের মধ্য দিয়েই যে কেউ ইনজেকশনের ওষুধ নিতে পারবেন। ইনসুলিন বা ইনজেকশনের মাধ্যমে দিতে হয় এমন ওষুধকে ট্যাবলেট বা বড়িতে পরিণত করতে নতুন পদ্ধতি বের করেছে একটি স্টার্টআপ। এজন্য দশ কোটি ডলারের তহবিলও সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।-সিএনবিসি অনলাইন ড্রোনে মাদক পরিবহন নিষিদ্ধ ড্রোন ব্যবহারে মাদকদ্রব্য পরিবহন নিষিদ্ধ করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া। রোবট ব্যবহার করে কোন গাঁজা পরিবহন করা যাবে না। তবে ড্রোনে করে হ্যামবার্গার, বিয়ার ও এ্যামাজনের পণ্য ব্যবহার করা যাবে। মাদকনিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, মাদক পরিবহন করতে হবে বাণিজ্যিক পরিবহনে। ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে মাদকদ্রব্য বিক্রেতাদের পরীক্ষণ ল্যাব ও অন্যান্য ব্যবসার লাইসেন্স দেয়া শুরু করে ক্যালিফোর্নিয়া।-সাইট ভার্জ অনলাইন
×