ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৪ সেপ্টেম্বর কক্সবাজার যাচ্ছেন এরশাদ

প্রকাশিত: ০৪:২১, ১২ সেপ্টেম্বর ২০১৭

১৪ সেপ্টেম্বর কক্সবাজার যাচ্ছেন এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ আশ্রয়হীন রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকবেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, মেজর খালেদ আখতার (অব.), জাতীয় ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেকার আহসান হাসান ও কৃষক পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা মুসলিম ক্যাম্প পরিদর্শন করবেন এরশাদ। এরপর কক্সবাজার রয়্যাল টিউলিপ হোটেলে রাত যাপন শেষে শুক্রবার ঢাকা ফিরবেন তিনি। সাউথইস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২৬তম ব্যাচের উদ্যোগে সামার সেমিস্টার ২০১৭-এর শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান সোমবার বনানীর মূল ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ সিদ্দিকুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ (অব)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক ডিন এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবিএম ফারুক। তিনি দেশ ও বহির্বিশ্বে ওষুধ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×