ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে ১৪ সেপ্টেম্বর রোগী দেখবেন যুক্তরাষ্ট্রের কার্ডিওলজিস্ট ডাঃ রাশেজ দেব

প্রকাশিত: ০৪:২১, ১২ সেপ্টেম্বর ২০১৭

বিএসএমএমইউতে ১৪ সেপ্টেম্বর রোগী দেখবেন যুক্তরাষ্ট্রের কার্ডিওলজিস্ট ডাঃ রাশেজ দেব

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ রাশেজ দেব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জটিল হৃদরোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাঃ রাশেজ দেবের চিকিৎসাসেবা পেতে আগ্রহী করোনারি হৃদরোগীদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের একাডেমিক রিসার্চ সেলের সদস্য সচিব অধ্যাপক ডাঃ এসএম মোস্তফা জামানের সঙ্গে ডি ব্লকের চারতলায় ৪১৮নং কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এদিকে একই দিন বিভাগীয় একাডেমিক রিসার্চ সেলের উদ্যোগে শহীদ ডাঃ মিলন হলে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। সভাপতিত্ব করবেন একাডেমিক রিসার্চ সেলের সভাপতি অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী। -বিজ্ঞপ্তি বিশ্ব পর্যটন সংস্থার দক্ষিণ এশিয়া সভাপতি বাংলাদেশ স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) ২২ তম অধিবেশনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছে। সোমবার চীনের চংডুতে অনুষ্ঠিত অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার টেলিফোনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, এটি পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি স্বীকৃতি যা এ শিল্পের সঙ্গে সংশিষ্ট সবাইকে আরও নিবিড়ভাবে কাজ করতে প্রেরণা যোগাবে। এ অধিবেশন চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।
×