ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ॥ রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৮:০০, ১১ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে চীন বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ॥ রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে চীন সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। খুব দ্রুত সহিংস পরিস্থিতির অবসান হবে বলে চীন আশা করছে। রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে দুটি প্রকল্পে চীনা কারিগরি সহায়তার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় পুলিশ ও সাধারণ মানুষ নিহত হওয়ার পর এখন সেখানে সহিংস ঘটনা ঘটছে। এটি সেখানকার অভ্যন্তরীণ বিষয় হলেও ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে চীনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা, সেখানে চীনের ব্যাপক বিনিয়োগ রয়েছে।
×