ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্মুক্ত লটারির মাধ্যমে ফ্ল্যাট নম্বর নির্ধারণ করেছে রাজউক

প্রকাশিত: ০৭:৪৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

উন্মুক্ত লটারির মাধ্যমে ফ্ল্যাট নম্বর নির্ধারণ করেছে রাজউক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা আবাসিক এলাকার ১৮ নম্বর সেক্টরে রাজউকের এপার্টমেন্ট প্রকল্পে বরাদ্দ গ্রহীতাদের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ফ্ল্যাট নম্বর নির্ধারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার রাজউক মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। চার কিস্তির টাকা পরিশোধকারী ১ হাজার ৮ শ’ ৩২ জন বরাদ্দ গ্রহীতার মধ্যে রবিবার ৮ শ’ ৩৭ জনের ফ্ল্যাট নম্বর চূড়ান্ত করা হয়। তবে চলতি বছরের ডিসেম্বরে সকল ফ্ল্যাট হস্তান্তরের লক্ষ্যে নবেম্বরে আরও একটি লটারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে বিশেষ সুবিধা সম্পন্ন এ ফ্ল্যাট প্রকল্পটি নিয়ে বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নাসের এজাজ বিজয়। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে রাজউক ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেছে। আগে রাজউক শুধু প্লট উন্নয়ন করত। ফ্ল্যাট প্রকল্পের আওতায় বর্তমানে উত্তরায় ৬ হাজার ৬ শ’ ৩৬টি ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। আরও ৪ হাজার ৮ শ’ ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ ছাড়া ঝিলমিল প্রকল্পে ১৪ হাজার এবং পূর্বাচলে ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। পূর্বাচলে ১০০ একর জমির ওপর ১শ’ ৪২ তলার একটি আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি মডেল এ প্রকল্পটি সকলকে ঘুরে আসার আহ্বান জানান।
×