ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৬:৪৪, ১১ সেপ্টেম্বর ২০১৭

টুকরো-খবর

স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা ॥ লম্পট হাজতে নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ সেপ্টেম্বর ॥ সখীপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি আবুল হাশেম লিটন আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার দুপুরে তিনি টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কান্তি দাসের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার বড় চওনা গ্রামের মতিয়ার রহমানের ছেলে দুই সন্তানের জনক ব্যবসায়ী আবুল হাশেম লিটনের বিরুদ্ধে নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা সখীপুর থানায় মামলা করেন। বর্তমানে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। আমতলীতে সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১০ সেপ্টেম্বর ॥ বরগুনার আমতলী উপজেলার চন্দ্রা পাতাকাটা গ্রামে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা পাতাকাটা গ্রামের সোবাহান মোল্লা ও হারুন মীরের মধ্যে ২৬ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। রবিবার সকালে বিরোধীয় জমিতে হারুন মীরের লোকজন চাষাবাদ করতে যায়। এতে সোবাহান মোল্লার লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কোহিনুর, জয়নব, মোর্শেদা বেগম, তাসলিমা, সালেহা, আরমান ও আল আমিন গুরুতর আহত হয়। আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার ওসি শহিদ উল্যাহ বলেন, বিরোধীয় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দুপক্ষের দুজনকে আটক করা হয়েছে। হাতির আক্রমণে মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১০ সেপ্টেম্বর ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাইশারী ইউনিয়নের চাক হেডম্যানপাড়ার বাসিন্দা পাথুইয়ে চাক (৪৭)। ধারণা করা হচ্ছে, সে বন্যহাতির তাড়া খেয়ে পাহাড় থেকে পড়ে মারা যায়। জানা গেছে, গত রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের গর্জইছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরেও চাক হেডম্যানপাড়া থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নিজের খামারের পাশের রাবার বাগানে গরুকে ঘাস খাওয়াতে যায়। সন্ধ্যায় গরুগুলো ফিরে এলেও ফিরে আসেনি পাথুইয়ে চাক। পরে রবিবার সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে গর্জইছড়া এলাকায় উপুড় অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। পানছড়িতে এলজি উদ্ধার সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১০ সেপ্টেম্বর ॥ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় একটি স্বয়ংক্রিয় এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ২টার দিকে উপজেলার পূজগাং এলাকা থেকে তা উদ্ধার করে। পানছড়ি সাব-জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে, চাঁদাবাজির উদ্দেশ্যে কয়েকজন পূজগাং এলাকায় অবস্থান নিচ্ছে।
×