ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশিত: ০৬:৪১, ১১ সেপ্টেম্বর ২০১৭

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ¯স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে ভর্তির আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষায় ২০১৬ সালে এইচএসসি ও সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) দেয়া আছে। খুবি স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে রবিবার থেকে চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। আগামী ১১ নবেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd> এবং kuadmission.online-এ পাওয়া যাবে।
×