ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধর্ষিত কিশোরীর আত্মহত্যা ॥ দোষীদের বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

ধর্ষিত কিশোরীর আত্মহত্যা ॥ দোষীদের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কিশোরী পান্না আক্তারের ধর্ষক ও আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রবিবার বিকেল পাঁচটায় শহরের মোক্তারপাড়া সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মহিলা পরিষদ, স্বাবলম্বী, নারী প্রগতি সংঘ ও নেত্রকোনা সাহিত্য সমাজসহ ১৪-১৫টি সংগঠন যৌথভাবে ‘নাগরিক সমাজ, নেত্রকোনা’ এর ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবির জেলা শাখার সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা তাহেজা বেগম, স্বাবলম্বীর প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম, কবি সাইফুল্লাহ এমরান। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণ এবং ধর্ষকদের গ্রেফতারের আল্টিমেটাম ঘোষণা করেন। উল্লেখ্য, সেপ্টেম্বর সন্ধ্যায় ঠাকুরাকোনা গ্রামে তিন যুবক দরিদ্র রিক্সাচালকের কন্যা পান্না আক্তারকে পার্শ¦বর্তী মাছের খামারের একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে এক যুবক তার পরিবারকে ঘটনা প্রকাশ না করতে হুমকি দিয়ে যায়। পরদিন ঘটনাটি জানাজানি হয়ে গেলে লোকলজ্জায় পান্না আক্তার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
×