ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদ্যুত বিল দেয়া নিয়ে সংঘর্ষ ॥ আহত ৪

প্রকাশিত: ০৬:৩৮, ১১ সেপ্টেম্বর ২০১৭

বিদ্যুত বিল দেয়া নিয়ে সংঘর্ষ ॥ আহত ৪

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ সেপ্টেম্বর ॥ ব্যাংকে বিদ্যুত বিল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ৪জন আহত হয়েছে। রবিবার জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অগ্রণী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল অগ্রণী ব্যাংকের শাখায় ওই উপজেলার বাকশীমুল ইউনিয়নের মিরপুর গ্রামের মাইনুদ্দিন রবিবার বিদ্যুত বিল জমা দিতে যায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার একপর্যায়ে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে লাইন থেকে বের হয়। পরে ফিরে এসে দেখে সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে রাজাপুর গ্রামের মোমিনুল ইসলাম দাঁড়িয়ে আছে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোমিনুল ইসলামকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপক গেটে তালা লাগিয়ে বুড়িচং থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক থেকে মাইনুদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসার চেষ্টা করে।এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মাইনুদ্দিনের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি ও মারধর করে। এতে পুলিশ সদস্য আল-আমিন আহত হয়। এছাড়া লোকমান হোসেনসহ কমপক্ষে ৩জন আহত হয়।
×