ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় পেপসির বোতলের আঘাতে খুন

প্রকাশিত: ০৬:৩৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় পেপসির বোতলের আঘাতে খুন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ সেপ্টেম্বর ॥ হাইমচর উপজেলার গ-ামারা এলাকায় ভাগ্নিকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে চাচাত ভাই মোহন রাঢ়ির (২৫) কোমল পানীয় বোতলের আঘাতে সোহেল রাঢ়ি (২৮) গুরুতর আহত হয়। শনিবার রাত ২টায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মেঘনা ব্রিজের কাছে তার মৃত্যু হয়। রবিবার বেলা ১১টায় চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত সোহেল রাঢ়ি গ-ামারা রাঢ়িবাড়ির আবুল কাসেমের ছেলে এবং ঘাতক মোহন রাঢ়ি একই বাড়ির ওলুরাঢ়ির ছেলে। সোহেল নিহতের খবর পেয়ে হাইমচর থানা পুলিশ মোহনকে আটক করে। পুলিশ জানায়, শনিবার বিকেলে গন্ডমারা ইউনিয়ন পরিষদের সামনে আরিফের চায়ের দোকানে ভাগ্নি রিমা আক্তারকে উত্ত্যক্ত করার বিষয়ে সোহেল রাঢ়ি মোহন রাঢ়িকে জিজ্ঞাসাবাদ করে।এরই মধ্যে বাগবিত-ার একপর্যায়ে মোহন সোহেলকে পেপসির বোতল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরতর অবস্থায় স্থানীয় লোকজন সোহেলকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল এনে চিকিৎসা দেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ঢাকায় প্রেরণ করলে পথিমধ্যে মেঘনা ব্রিজের কাছে তার মৃত্যু হয়।
×