ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা বিতরণ

প্রকাশিত: ০৬:৩৪, ১১ সেপ্টেম্বর ২০১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের টাকা বিতরণ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১০ সেপ্টেম্বর ॥ রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নে কারিতাস সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে টাকা বিতরণ করেছে। পরিবার প্রতি ৪ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা বিতরণ করেছে। এছাড়া সংস্থাটি ৬ সেপ্টেম্বর জাবরহাট ইউনিয়নে ৫০টি পরিবারকে ৪ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা বিতরণ করেন। সাপের কাছে সাপুড়িয়া পরাজিত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ সেপ্টেম্বর ॥ সাপের কামড়ে এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। জেলার শ্রীপুরের টুপিপাড়া গ্রামে শনিবার রাতে সাপের কামড়ে সাপুড়িয়া রাশেদ বিশ্বাসের (৩২) মৃত্যু হয়। জানা গেছে, শ্রীপুরের টুপিপাড়া গ্রামে শনিবার রাতে নিজ বাড়িতে পোষা সাপের খোলস ছাড়ানোর সময় সাপের কামড়ে সাপুড়িয়া রাশেদ বিশ্বাস গুরুতর আহত হয় এবং প্রথমে ওঝার কছে নেয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।
×