ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৭

বিসিএস কর্নার

১. এই গ্যাসগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হালকা? ক. নাইট্রোজেন খ. হিলিয়াম গ. অক্সিজেন ঘ. হাইড্রোজেন ২. বাতাস হলো একটি ক. মৌলিক পদার্থ খ. যৌগিক পদার্থ গ. মিশ্র পদার্থ ঘ. কোনটিই নয় ৩. এইগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভাল বিদ্যুত পরিবাহী? ক. সাধারণ জল খ. সমুদ্রের জল গ. ফোটানো জল ঘ. বৃষ্টির জল ৪. নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়? ক. নিওন খ. কার্বন ডাই অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড ৫. নিচের কোন মৌল অম্লের (ধপরফ) মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? ক. কার্বন খ. হাইড্রোজেন গ. অক্সিজেন ঘ. সালফার ৬. এই মৌলগুলোর মধ্যে কোন মৌলটি শিলা ও খনিজ পদার্থে সবচেয়ে বেশি? ক. কার্বন খ. এ্যালুমিনিয়াম গ. হাইড্রোজেন ঘ. সিলিকন ৭. জার্মান সিলিভার একটি শংকর ধাতু এতে কোন্ কোন্ ধাতু থাকে? ক. তামা, নিকেল, রূপা খ. রূপা, দস্তা, তামা গ. দস্তা, তামা, নিকেল ঘ. রূপা, এ্যালুমিনিয়াম, দস্তা ৮. ক্যালামাইন সলিউশনে নিচের কোনটি আছে? ক. জিঙ্ক কার্বোনেট খ. ক্যালসিয়াম নাইট্রেট গ. জিঙ্ক সালফেট ঘ. ক্যালসিয়াম সালফেট ৯. বেকিং সোডা হলো ক. সোডিয়াম বাইকার্বোনেট খ. সোডিয়াম নাইট্রেট গ. ক্যালসিয়াম হাইড্রক্সাইড ঘ. সোডিয়াম ক্লোরাইড ১০. পিতল কোন দুটি উপাদানের মিশ্রণে তৈরি? ক. তামা-টিন খ. দস্তা-ম্যাঙ্গানিজ গ. তামা-দস্তা ঘ. এ্যালুমিনিয়াম-ম্যাঙ্গানিজ ১১. সাধারণ পেন্সিলে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে ক. সিলিকন খ. গ্রাফাইট গ. কাঠকয়লা ঘ. লিঙ্গনাইট উত্তর : ১.ঘ ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. গ ১১. খ।
×