ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা অষ্টম শ্রেণির পড়াশোনা

পঞ্চম অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ (গতকাল প্রকাশিত প্রশ্নের উত্তরসহ বাকী অংশ) ২১। নারায়ণ শব্দের অর্থ কী ? (ক) সকল জীবের জন্য আশ্রয়স্থল (খ) নিজের জন্য আশ্রয়স্থল (গ) অন্যের জন্য আশ্রয়স্থল (ঘ) সকল মানুষের জন্য আশ্রয়স্থল । ২২। শনি পূজায় কত প্রকারের ঋতুভিত্তিক ফুল ও ফল নিবেদন করা হয়? (ক) দুই প্রকারের (খ) তিন প্রকারের (গ) চার প্রকারের (ঘ) পাঁচ প্রকারের । ২৩। নারা শব্দের অর্থ কী? (ক) পুরুষ (খ) নারী (গ) মানুষ (ঘ) দেব-দেবী। ২৪। মনসাদেবী কিসের অলঙ্কার পরে থাকেন ? (ক) মুক্তার (খ) সোনার (গ) হীরার (ঘ) রূপার। ২৫। বিশ্বের পালনকর্তা কে ? (ক) নারায়ণ (খ) শিব (গ) পার্বতী (ঘ) হরিচাঁদ। ২৬। পূজায় পবিত্র সুতা প্রয়োজন কেন ? (ক) গলায় ধারণের জন্য (খ) হাতে বাঁধার জন্য (গ) যজ্ঞের জন্য (ঘ) পায়ে বাঁধার জন্য। ২৭। একই সাথে পাঁচটি প্রদীপ করা হয় এমন একটি পূজা উপকরণ হলো - (ক) নৈবেদ্য (খ) পঞ্চারতি (গ) পঞ্চহাতি (ঘ) পঞ্চাভেদ। ২৮। পূজার একটি মাঙ্গলিক প্রতীক হলো- (ক) কলস বা ঘট (খ) পুষ্প বা ফুল (গ) ফল বা প্রসাদ (ঘ) জল। ২৯। পূজা মানে কী ? (ক) আয়োজন (খ) পর্ব বা উৎসব (গ) নির্গমন (ঘ) উদ্গীরণ ৩০। প্রতিপালকের দেবতা কে? (ক) বিষ্ণু (খ) শিব (গ) বলরাম (ঘ) ব্রক্ষ্মা। উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(ঘ), ৪(গ), ৫(ঘ), ৬(ক), ৭(গ), ৮(খ), ৯(ঘ), ১০(ঘ), ১১(খ), ১২(ক), ১৩(ক), ১৪(খ), ১৫(ঘ), ১৬(ঘ), ১৭(গ), ১৮(ঘ), ১৯(ক), ২০(গ), ২১(ক), ২২(ঘ), ২৩(গ), ২৪(খ), ২৫(ক), ২৬(গ), ২৭(খ), ২৮(ক), ২৯(খ), ৩০(ক)।
×