ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;ই-মেইল: [email protected]

পিইসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত, গতকালের পর

প্রকাশিত: ০৬:১৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

পিইসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ গণিত, গতকালের পর

৬। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্র লিখ। ভাগফল = ভাজ্য ভাজক ভাগফল = ভাজ্য ভাজক ভাগফল = ভাজ্য ভাগশেষ ভাগফল = ভাজ্য + ভাগশেষ ৭। ২৪৫০০ কে তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত? ১৪৫, ২৪৫, ২৪৫০, ২৫০০ ৮। কোনো ভাগ অংকে ভাজ্য ৩৬০ ও ভাজক ৭২ হলে ভাগফল নিচের কোনটি? ২, ৪, ৫, ৭ ৯। কোনো ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের ১২ গুণ এবং ভাজ্য ১৮০। ভাগশেষ ৩ হলে ভাগফল কত? ৩, ৫, ৮, ১২ ১০। কোন ভাগফলটি সঠিক? ১৩০ ২৫ = ৫ ১০০ ১০০ = ০ ১৯৬ ১৪ = ১২ ৩২৫ ১ = ৩২৫ ১১। ১ ডজন লিচুর দাম ৬০ টাকা হলে, ৫০টি লিচুর দাম কত? ১৫০ টাকা ২০০ টাকা ২৫০ টাকা ৩০০ টাকা ১২। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৮৭ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ১১৪৫ ১১৪৯ ১২৪৯ ১২৫০ ১৩। দুইটি সংখ্যার গুণফল ৮২৫০০। একটি সংখ্যা ১০০ হলে, অপর সংখ্যাটি কত? ৭২৫ ৮২০ ৮২৫ ৮২৫০ ১৪। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ১, ১০, ১০০, ১০০০ ১৫। দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি সংখ্যা জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যাবে? যোগ প্রক্রিয়ায় বিয়োগ প্রক্রিয়ায় গুণ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় ১৬। একজন শ্রমিক সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করেন। ১ দিনে তিনি কত টাকা আয় করেন? ২২৫ টাকা ২৪০ টাকা ২৬০ টাকা ২৮০ টাকা ১৭। একশ মার্বেলের দাম ৭৫ টাকা হলে, এক ডজন মার্বেলের দাম কত হবে? ৯ টাকা ১২ টাকা ১৫ টাকা ১৮ টাকা ১৮। ১ কুড়ি ডিমের দাম ২০০ টাকা হলে, ১টি ডিমের দাম কত? ১০ টাকা ১২ টাকা ১৫ টাকা ২০ টাকা ১৯। ৬টি কলমের দাম ১৮ টাকা হলে, ১টি কলমের দাম বের করতে হলে ১ কে ৬ দ্বারা কী করতে হবে? যোগ বিয়োগ গুণ ভাগ ২০। তিন অংকের বৃহত্তম সংখ্যাকে ৯ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ১, ৩৩, ১০০, ১১১ ২১। ১ ডজন আম ৩ বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? ৩টি, ৪টি, ৫টি, ৮টি ২২। ১৪০ টাকাকে ১০ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? ১২ টাকা ১৪ টাকা ১৬ টাকা ১৮ টাকা ২৩। একটি সংখ্যার তিন গুণ ৯৬ হলে, সংখ্যাটি কত? ৪, ১৬, ২৪, ৩২ ২৪। কন্যার বয়সের ৪ গুণ ৮৪ বছর হলে কন্যার বয়স কত? ১২ বছর ১৭ বছর ২১ বছর ২৪ বছর ২৫। একটি টেবিলের দাম ১৫০০ টাকা ও একটি চেয়ারের দাম ৫০০ টাকা হলে, টেবিলের দাম চেয়ারের দামের কত গুণ? ২ গুণ ৩ গুণ ৪ গুণ ৫ গুণ ২৬। একটি ঝুড়িতে ২৩৫টি লিচু আছে। ১১৭৫০ টি লিচুর জন্য কতটি ঝুড়ি লাগবে? ৪০টি ৪৫টি ৫০টি ৫৫টি উত্তর: ৭.খ ৮.গ ৯.খ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. ক ১৭.ক ১৮.ক ১৯. ঘ ২০.ঘ ২১.খ ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.খ ২৬.গ।
×