ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়ারড্রবে যা যেভাবে রাখবেন

প্রকাশিত: ০৬:০৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

ওয়ারড্রবে যা যেভাবে রাখবেন

ওয়ারড্রবে কেবল জামা-কাপড় পুরলেই চলবে না, কোনটা কোথায় কেমন করে রাখছেন সেটাও পরিকল্পনার ব্যাপার। বরং এটা একটা সার্বিক ব্যাপার। যেমন ধরুন চাকরিজীবী, খেলোয়াড় অথবা যে স্কুল বা কলেজে যায় তাদের মধ্যে ওয়ারড্রব পরিকল্পনা অবশ্যই এক রকম হবে না। আবার শীতকালে যেমন হবে গরম বা বর্ষা ঋতুতে তার চেয়ে আলাদা হবে। তাই প্রত্যেকের নিজের অবস্থা ও সামর্থ্য বিবেচনা করে ওয়ারড্রব পরিকল্পনা করতে হবে। ওয়ারড্রব পরিকল্পনা ব্যক্তির অর্থনৈতিক অবস্থা, তার জীবনযাপনের ধরন, পছন্দ, বর্তমান আবহাওয়া ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে। কোন ব্যক্তি কী ধরনের পোশাক পরবে তা নির্ভর করে তার অর্থনৈতিক অবস্থা, তার কাজের ধরন, রুচি ও আবহাওয়ার ওপর। তাই ব্যক্তি ভেদে তার ‘ওয়ারড্রব’ পরিকল্পনাও ভিন্ন হবে। পোশাকের ধরন আপনার ওয়ারড্রব কী ধরনের পোশাক থাকবে, তার মান কেমন হবে, কোন তন্তুর প্রাধান্য বেশি থাকবে তা নির্ভর করবে আপনার আয়, পরিবারের মাথাপিছু ব্যয়, সামাজিক অবস্থান ইত্যাদির উপরে। তা ছাড়া আপনার কোন রং পছন্দ, কোন তন্তুতে আপনি বেশি আরাম অনুভব করেন ও বর্তমান ঋতু কী- সেই অনুযায়ী পোশাক আপনার ওয়ারড্রব থাকবে। কাজের ধরন যারা নিয়মিত বাইরে যান, যেমন- চাকুরিজীবী বা কলেজ শিক্ষার্থীদের ওয়ারড্রপে সাধারণ পোশাক অর্থাৎ যা সে নিয়মিত পরে আরাম পায় তার সংগ্রহ বেশি থাকবে। আবার যারা খেলোয়াড় বা স্কুলপড়ুয়া অর্থাৎ যাদের কাজের নির্দিষ্ট পোশাক আছে তাদের ক্ষেত্রে এই পরিকল্পনাটা ভিন্ন হবে। রং অনেকে সবসময় পরার জন্য নির্দিষ্ট কিছু রং বেছে নিয়ে থাকেন। এক্ষেত্রে তার ওয়ারড্রপে ওই ধরনের পোশাকের আধিক্য লক্ষ্য করা যাবে। ঋতু ঋতু ভেদে পোশাকের তালিকার পরিবর্তন হয়। তাই পরিবর্তন আসে ‘ওয়ারড্রবে’ও। ঋতুর সঙ্গে মানানসই পোশাকের আধিক্য দেখা যায় ওয়ারড্রবে। তাই নিজের ওয়ারড্রব পরিকল্পনায় নিজের কাজের ও পছন্দকে প্রাধান্য দিতে হয়। পোশাক রাখার জায়গা গুছিয়ে রাখা হলে প্রয়োজন মতো তা খুঁজে পাওয়া যায়। কেবল অগোছালো থাকার কারণেই অনেক সময় দরকারী জিনিস হাতের নাগালে থাকার পরেও পাওয়া যায় না। ওয়ারড্রব/আলমারি গোছানোর ক্ষেত্রে সাধারণ কিছু বিষয় খেয়াল রাখতে হবে- -যে পোশাক তুলনামূলক কম পরা হয় তা পেছনের দিকে রেখে, বেশি ব্যবহৃত হয় এমন পোশাক হাতের কাছে রাখতে হবে। - ঋতুর কথা বিবেচনা করতে হবে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই অপ্রয়োজনীয় পোশাক সরিয়ে ফেলতে হবে। - যে পোশাকগুলো বিবর্ণ হয়ে গেছে বা যা ছোট হয়ে গেছে তা অযথা আলমারিতে না রেখে সরিয়ে ফেলতে হবে বা অন্যদের দিয়ে দেয়া ভাল এতে করে আলমারির মতো ঘরও থাকবে ঝামেলামুক্ত। - যদি নির্দিষ্ট ইউনিফর্ম থাকে আর প্রয়োজনের জন্য যদি তা একাধিক থাকে (স্কুল-কলেজের পোশাক, খেলোয়াড়ের পোশাক) তাহলে তা এক সঙ্গেই গুছিয়ে রাখা ভাল। - যেসব পোশাক একসঙ্গে পরতে হয় যেমন- শার্ট, প্যান্ট, বেল্ট বা সালোয়ার-কামিজ-ওড়না যা সেট হিসেবে থাকে তা একসঙ্গে ভাঁজ করে রাখুন। এতে দরকারের সময় একবারেই হাতের নাগালে পাবেন, সব কিছু আলাদা আলাদা করে খুঁজতে হবে না। - কিছু ওড়না, প্যান্ট ইত্যাদি ‘কমন’ হিসেবে কাজ করে যেমন একই ওড়না দিয়ে কয়েকটি পোশাক পরা যায় তাহলে তা এমন স্থানে রাখুন যেন দরকারের সময় হাতের নাগালেই পাওয়া যায়। যাপিত ডেস্ক
×