ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংবর্ধনা নেবেন না ইউনুস খান

প্রকাশিত: ০৫:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৭

সংবর্ধনা নেবেন না ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিদায়ী সংবর্ধনা নেবেন না দেশটির সাবেক অধিনায়ক ইউনুস খান। আগামী সপ্তাহে লাহোরে আরও দুই তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল হককে ঘিরে বিদায়ী সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল ক্রিকেট বোর্ড। কিন্তু বাদ সেধেছেন ১০ হাজার টেস্ট রান করা একমাত্র পাকিস্তানী এই ব্যাটসম্যান। পিসিবির বিদায় সংবর্ধনায় না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অভিমানী ইউনুস। কিংবদন্তিতুল্য এই ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি না এখন এই বিদায়ের কোন মানে আছে। এ বছরের মে মাসে আমি আর মিসবাহ অবসর নিলাম, এখন এ বিদায় সংবর্ধনা অহেতুক। অন্য দেশগুলোতে অবসর নেয়ার কয়েকদিনের মধ্যে সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।’ আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়ে প্রায় ৪০ বছর বয়সী সাবেক এ ব্যাটসম্যান বলেছেন, ‘আমি অর্থের পেছনে দৌড়াই না। পিসিবি থেকে কেউ একজন আমাকে ডেকেছিল এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। সে বলেছিল ভাল অর্থ দেয়া হবে। কিন্তু আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ পিসিবিতে আমি যা দেখেছি এবং খেলার সময় যেসবের মুখোমুখি হয়েছি সেটা কখনও ভুলতে পারব না।’ গত এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অবসর নেন ইউনুস। বিদায়ী ম্যাচে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন শুভকামনা। সেটাই অনেক বড় পাওয়া বলেছেন ৪১টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক, ‘ওটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমার কাছে গর্ব ও সম্মানের চেয়ে কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমি মনে করি না অনেক খেলোয়াড়কে তাদের প্রাপ্য অনুযায়ী মর্যাদা ও সম্মান দিয়েছে বোর্ড।’
×