ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল শুরু মিনিস্টার ফ্রিজ ডিআরইউ ফুটবল

প্রকাশিত: ০৫:৫১, ১১ সেপ্টেম্বর ২০১৭

কাল শুরু মিনিস্টার ফ্রিজ ডিআরইউ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিনিস্টার ফ্রিজ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে আগামীকাল মঙ্গলবার। টুর্নামেন্টটি হবে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। প্রতিযোগিতা উপলক্ষে রবিবার ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুর রহমান। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্কের (মিনিস্টার ফ্রিজ) উর্ধতন কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার রায়, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাঈদ খানসহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও জার্সি প্রদর্শন করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ চল্লিশ হাজার টাকা, রানার্সআপ দল ট্রফি ছাড়াও নগদ বিশ হাজার টাকা এবং সেমিফাইনালে পরাজিত দুই দল পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার লাভ করবে। এছাড়া সুশৃঙ্খল দলকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হবে। প্রতিযোগিতায় ৪০টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণ করবে। এরমধ্যে ২৪টি দৈনিক পত্রিকা, ১১টি টিভি চ্যানেল ও ৫টি অনলাইন। সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, এ বছর আমরা টানা দ্বিতীয়বারের মতো ক্রীড়া সম্পাদকের নেতৃতে সদস্য ও সন্তানদের সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব ও হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করেছি। আয়োজন করতে যাচ্ছি মিডিয়া কাপ ফুটবলের মতো বড় একটি টুর্নামেন্ট যা ডিআরইউ’র সেরা একটি আয়োজন। সামনে আমরা আরও বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করব। মিনিস্টার ফ্রিজ আমাদের স্পন্সর হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে তারা আমাদের বিভিন্ন কর্মসূচীতে পাশে থাকবেন বলে আশাকরি। ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠের ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান বলেন, আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। এটি শুধু খেলাই নয়, সবার অংশগ্রহণে একটি মিলনমেলা। আশাকরি সবাই খেলোয়াড়ী মানসিকতা নিয়ে অংশগ্রহণ করবে। উচ্ছৃঙ্খল আচরণ বা মারামরি না করি। আশাকরি সবাই টুর্নামেন্টটি সফল হতে সহযোগিতা করবেন। তিনি বলেন, ২০০৪ সালে বাংলাদেশ স্পোর্র্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি থাকাকালীন সময়ে আমিই মিডিয়া কাপ ফুটবল শুরু করেছিলাম। পরবর্তীতে ডিআরইউসহ সাংবাদিকদের অন্য সংগঠনগুলো এ ধরনের আয়োজন শুরু করে। ডিআরইউ সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বলেন, ডিআরইউ’র ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে আমরা বেশ কয়েকটি ইভেন্ট ভালভাবে শেষ করতে পেরেছি, আমরা এবার মিনিস্টার ফ্রিজ ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টটিও সুন্দরভাবে শেষ করতে চাই। ভবিষ্যতে আমরা ডিআরইউ‘র ক্রীড়ায় একটি ভিন্নমাত্রা যোগ করতে চাই। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্কের (মিনিস্টার ফ্রিজ) উর্ধতন কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার রায় বলেন, ডিআরইউ’র ফুটবল টুর্নামেন্টে আমরা স্পন্সর হতে পেরে আনন্দিত, ভবিষ্যতেও আমরা ডিআরইউ’র অভ্যন্তরীণ খেলাধুলাসহ অন্যান্য ইভেন্টের সঙ্গে থাকব। ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুর রহমান বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই আমার চিন্তা-ভাবনা ছিল ডিআরইউ’র ক্রীড়াঙ্গনে নতুন কিছু সংযোজন করার।
×