ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিবালা-হিগুয়েইনের গোলে জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০৫:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৭

দিবালা-হিগুয়েইনের গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে গত কয়েক মৌসুম ধরেই রাজত্ব করছে জুভেন্টাস। এবারও দুর্দান্ত গতিতে ছুটছে ইতালিয়ান জায়ান্টরা। লীগ শিরোপা ধরে রাখার মিশনে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস। পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েইনের গোলে শনিবার চিয়েভোর বিপক্ষেও বড় জয় পেয়েছে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। শনিবার সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারায় চিয়েভোকে। গত মৌসুমেই ইতালিয়ান সিরি’এ লীগে টানা ছয়বার স্কুডেট্টো জয়ের অবিস্মরণীয় রেকর্ড গড়ে জুভেন্টাস। এবারও সেই পথেই হাঁটছে তারা। শনিবার নিজেদের মাঠে ম্যাচ শুরুর ১৭ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার হেতেমাইয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের প্রচেষ্টা পোস্টে লাগলে বিরতির আগে ব্যবধান আর বাড়েনি। তবে দ্বিতীয়ার্ধের ত্রয়োদশ মিনিটে পিয়ানিচের পাস পেয়ে জোরালো কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়েইন। এবারের লীগে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটা দ্বিতীয় গোল। আর ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট তখন দারুণ এক গোলে দলের বড় জয় নিশ্চিত করেন ডগলাস কস্তার বদলি নামা দিবালা। ডানদিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে একজনকে হারিয়ে আরেকজনকে কাটিয়ে নীচু শটে এবারের লীগে নিজের পঞ্চম গোলটি করেন তিনি। লীগের এই আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তার সবকটিতেই গোল করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত ম্যাচে জেনোয়ার জালে হ্যাটট্রিক করেছিলেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের কারণে অনেকেই তো দিবালার মধ্যে মেসির ছায়া দেখেন। তবে দিবালা কিন্তু সেটা মনে করেন না। বরং মেসির সঙ্গে তুলনায় বিরক্ত তিনি। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘যারা আমাকে মেসির সঙ্গে তুলনা করেন তারা বোকা। আমি মোটেই মেসির মতো নই। আমি দিবালা। শুধুই দিবালা। আর দিবালা হয়েই থাকতে চাই।
×