ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় মাসের বিশ্রাম চেয়েছেন সাকিব

প্রকাশিত: ০৫:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৭

ছয় মাসের বিশ্রাম চেয়েছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের জন্য বিশ্রাম চেয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এ সংক্রান্ত চিঠিও জমা দিয়েছেন। ক্রিকেট অপারেশন্স কমিটি বরাবর সাকিব চিঠি জমা দেন। তিনি ছয় মাস টেস্ট ক্রিকেট খেলতে চাচ্ছেন না। তবে ওয়ানডে ও টি২০ ক্রিকেট ঠিকই খেলবেন। বিসিবি সূত্রে এমনটিই জানা গেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান অবশ্য সাকিবের বিশ্রাম নিয়ে ভারতীয় মিডিয়া ক্রিকবাজকে জানান, ‘সাকিব আগামী ছয় মাস টেস্ট ম্যাচ থেকে বাইরে থাকবে বলে আমাদের কাছে আবেদন করতে যাচ্ছে। যদিও এটা এখনও মুখের কথা। অফিসিয়ালি কোন আবেদন আমরা এখনও পাইনি। এমনটা হলে আমরা সিদ্ধান্ত নেব যেটা ভাল হয়।’ কিন্তু সাকিব রবিবারই আবেদন করেছেন। তবে এখনও সেটার অনুমোদন হয়নি। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। সেই দলে সাকিব থাকা মানে আবেদন গ্রহণ হয়নি। আর না থাকা মানে আবেদন গ্রহণ হয়েছে। দল ঘোষণাতেই বোঝা যাবে সাকিব যে ছয় মাস টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চান তা গ্রহণ হয়েছে কিনা। ক্রিকবাজের খবরে আরও বলা হয়, সাকিব গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুমোদনের ব্যাপারে জানিয়েছিলেন। শনিবার বিসিবি সভাপতি নিজ বাসায় বোর্ডের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। তবে রবিবারও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু এতটুকু বোঝাই যাচ্ছে যেহেতু বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করেছেন। এরপর আবেদনও করেছেন। তার মানে সাকিবের আবেদন গ্রহণ হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। বোর্ড সভাপতি যদি আকার ইঙ্গিতে হলেও ইতিবাচক সাড়া না দিতেন তাহলে সাকিব আবেদনই হয়তো করতেন না। তাতে বোঝা যাচ্ছে সাকিবের আবেদন গ্রহণযোগ্যতা পাবে। যদি সাকিবকে বিশ্রাম দেয়া হয় তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে তো খেলবেনই না আবার দেশের মাটিতে অনুষ্ঠেয় ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও সাকিব খেলবেন না। তবে এরমধ্যে দক্ষিণ আফ্রিকায় কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি২০ ম্যাচে খেলবেন সাকিব। এখন দেখা যাক ছয় মাসের জন্য যে বিশ্রাম চেয়েছেন তা গ্রহণ হয় কিনা। আজ দল ঘোষণাতেই তা বুঝা যাবে।
×