ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাকে ছোটলোক বললেন বুবলী?

প্রকাশিত: ০৫:৩৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

কাকে ছোটলোক বললেন বুবলী?

স্টাফ রিপোর্টার ॥ চিত্রনায়িকা বুবলী শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। তবে তিনি কাকে উদ্দেশ্য করে সেসব লিখেছেন তা উল্লেখ ছিল না। তবে বুবলী সরাসরি কারও নাম না বললেও তার স্ট্যাটাসের কথাগুলো যে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে লেখা সেটা অনেকেই অনুমান করছেন। বুবলীর এমন স্ট্যাটাসে প্রতিবাদ করেছেন ঢাকাই ছবির দুই নায়িকা রোমানা নীড় ও বিপাশা কবির। বুবলী তার স্ট্যাটাসে লিখেছেন, কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর। আর আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কি? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? রাখ এটাই পারবি তুই, সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্টহাসি দিয়ে বাজে কথা বলে, মানুষকে ব্লাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ। করতে থাক, আল্লাহ আছেন একজন, তবে একটা কথা মনে রাখিস জোর করে আর ছোটলোকি করে, ব্লাকমেইল করে অন্যের ক্ষতি করে, হিংসামি করে কখনই কিছু হয় না। হয়তো সাময়িক, কিন্তু স্থায়ী না। কথায় আছে কুকুর মানুষকে কামড়ালে, মানুষ কুকুরকে কামড়ায় না, তোর কাজই কামড়ানো। ছোটলোক কোথাকার। তোর নাম উচ্চারণ করারও রুচি নেই। বুবলীর এমন স্ট্যাটাস দেয়ার পর ফেসবুকে এটি ভাইরাল হয়ে যায়। আরও বিস্তারিত জানার জন্য একাধিবার বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি, ফেসবুকে মেসেজ পাঠালেও উত্তর দেননি।
×