ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের টেলিফিল্ম ‘অদ্যই শেষ রজনী’

প্রকাশিত: ০৫:৩৬, ১১ সেপ্টেম্বর ২০১৭

ঈদের টেলিফিল্ম ‘অদ্যই শেষ রজনী’

স্টাফ রিপোর্টার ॥ বাংলার সংস্কৃতির অন্যতম এবং অবিচ্ছেদ্য অংশ যাত্রাপালা। গ্রামবাংলার বিনোদন যোগাতে কাজ করে অনেক যাত্রা দল। এমন একটি যাত্রা দলের নাম যাত্রাবাণী থিয়েটার, যার কর্ণধার হাক্কানী সিরাজের ছোট বউ মমতা বেগম। দলের প্রধান নায়ক শাহ সুলতান ও প্রধান নায়িকা লীলাবতী। অপর পক্ষে দলের মধু খাঁ ও নিশি লস্কর ওদের দু’জনের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা করে। দল প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে বদি লস্কর। তিনি বিভিন্ন সময়ে তার নিজের স্বার্থের জন্য দল ভাঙ্গার পাঁয়তারা করতে থাকে, হাক্কানী সিরাজের অপর পক্ষের ছেলে হাক্কা বাবুকে সঙ্গে নিয়ে। নানা ধরনের সঙ্কটের মধ্য দিয়ে সময় পার করতে থাকে মমতা। এক পর্যায়ে দল ভেঙ্গে গেলেও অনড় বিশ্বাসে অটল থাকে মমতা বেগম। দলের অনেকে মমতাকে সান্ত¡না দেয়। ওদিকে বদি, নিশি, মধু মরম নানা ফন্দি আঁকতে চেষ্টা করতে থাকে এভাবেই এগিয়ে যায় ‘অদ্যই শেষ রজনী’ গল্প। ঈদ-উল-আযহা উপলক্ষে এটিএন বাংলায় টেলিফিল্মটি প্রচার হবে আজ রাত সাড়ে ১১টায়। মাসুম রেজার রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয়ে করেছেন শহীদুজ্জামান সেলিম, মৌসুমী হামিদ, এস এন জনি, মারজুক রাসেলসহ আরও অনেকে।
×