ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্মানসূচক অস্কার পাচ্ছেন চারজন

প্রকাশিত: ০৫:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৭

সম্মানসূচক অস্কার পাচ্ছেন চারজন

সংস্কৃতি ডেস্ক ॥ এ বছর সম্মানসূচক অস্কার বা গবর্নরস এ্যাওয়ার্ড পাচ্ছেন কানাডীয় অভিনেতা ডোনাল্ড সাথারল্যান্ড, ফরাসী নির্মাতা আনিয়েস ভার্দা, মার্কিন নির্মাতা চার্লস বার্নেট ও চিত্রগ্রাহক ওয়েন রোইজম্যান। বুধবার একাডেমি অব মোশন পিকচার্স এ্যান্ড সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে। আসছে নবেম্বরের ১১ তারিখ এই চারজনের হাতে একাডেমি নবম গবর্নরস এ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। চলচ্চিত্রে সারা জীবনের কাজ ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হবে। মঙ্গলবার রাতে গবর্নর বোর্ড কখনও অস্কার না পাওয়া এই ব্যক্তিদের পুরস্কারের জন্য নির্বাচন করেছে। একাডেমির প্রেসিডেন্ট জন বেইলি এক সাক্ষাতকারে বলেন, ব্যতিক্রম এই চার শিল্পীকে সম্মানিত করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। দর্শক ডোনাল্ড সাথারল্যান্ডকে দেখেছেন ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজ, ‘অরডিনারি পিপল’, ‘দ্য ইতালিয়ান জব’ ছবিগুলোতে। এই অভিনেতার চলচ্চিত্রসংখ্যা ১৪০টি। বেলজিয়ামে জন্ম নেয়া ফরাসী নবতরঙ্গের অন্যতম নির্মাতা আনিয়েস ভার্দারের উল্লেখযোগ্য ছবি হলো ‘লা পোঁয়াত কোর্ত’, ‘ক্লেও ফাইভ টু সেভেন’, ‘স টুয়া নি লুয়া’ ও ‘জ্যাকো দ নত’। চার্লস বার্নেট নির্মিত কয়েকটি ছবি হলো ‘কিলার অব শিপ’, ‘মাই ব্রাদার’স ওয়েডিং’, ‘টু স্পি উইথ এ্যাঙ্গার’ ও ‘দ্য গাস শিল্ড।’ ওয়েন রোইজম্যানের চিত্রগ্রহণে মুক্তি পেয়েছে ‘দ্য এক্সরসিস্ট’, ‘নেটওয়ার্ক’, ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’, ‘টুটসি‘ ছবিগুলো। সূত্র : ইউএসএ টুডে ও আইএমডিবি
×