ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অগ্নিপ্রতিরোধী ব্যাটারি

প্রকাশিত: ০৫:৩১, ১১ সেপ্টেম্বর ২০১৭

অগ্নিপ্রতিরোধী ব্যাটারি

ইলেক্ট্রনিকস ডিভাইসে বিস্ফোরণের ঝুঁকি আর থাকবে না। কাজেই আপনি নিরাপদে আইফোন, স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। বিজ্ঞানীরা বলেন, লিথিয়াম-আয়ন ব্যাটারি বিস্ফোরণ ও অগ্নিসংযোগ প্রতিরোধ করবে। গৃহে ব্যবহৃত যে কোন বৈদ্যুতিক যন্ত্রে পর্যাপ্ত জ্বালানিও উৎপদন করা যাবে এ ব্যাটারি দিয়ে। এমনকি ক্রমাগত হাতের নখের ব্যবহারে যন্ত্র ফেটে গেলেও তাতে আগুন লাগবে না, বিস্ফোরণ ঘটবে না। -বিবিসি অনলাইন কাঁচে বিভ্রান্ত বাদুড় ভবনের উপরিভাগে ব্যাপক বিস্তৃত কাঁচ ও আয়না থাকলে তা বাদুড়ের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যেসব এলাকায় অধিকসংখ্যক বাদুড় জড়ো হয়, সেখানে এ ক্ষতিকর প্রভাব পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে। যে কোন প্রাকৃতিক ঝুঁকি এড়িয়ে বাদুড় অন্ধকারে উড়তে পারে। কিন্তু বিশাল ভবনের কাঁচ বা আয়না উড়তে সক্ষম স্তন্যপায়ী প্রাণীদের বিভ্রান্ত করে ও ঝুঁকিতে ফেলে দেয়। -বিবিসি অনলাইন
×